ডেক্স : গুরু দায়িত্বটা কাঁধে নিয়ে চেষ্টা করেছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ ।। কিন্তু আকিলা ধনাঞ্জয়ার দারুণ এক বলে পরাজিত হয়ে সাজঘরে ফিরে আসেন তিনি। অফ স্টাম্পের বাইরে থাকা বল এক পা এগিয়ে রক্ষণাত্মক ঢঙেই খেলতে চেয়েছিলেন রিয়াদ। তবে শেষ রক্ষা হয়নি। স্পিন করে বল আঘাত হানে উইকেটে। এর দুই বল পরে আলগা শটে ক্যাচ তুলে ফিরে যান সাব্বির রহমানও। পারেননি রাজ্জাকও। ফলে ৮ উইকেট হারিয়ে ভীষণ চাপে রয়েছে টাইগাররা। শ্রীলঙ্কার চেয়ে এখনও ১১২ পিছিয়ে আছে বাংলাদেশ। এ খেলার রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ৪৫ ওভারে ৮ উইকেটে ১১০ রান করেছে। ব্যাটিং করে মিরাজ উইকেটে আছেন ৩৮ রানে। তাইজুল ইসলাম নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে নেমে ১ রানে অপরাজিত হয়েছেন।
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের ৪ উইকেটে ৫৬ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। দলের স্কোর ১৭ রান যোগ করতেই যেন অলসতায় পেয়ে বসে লিটন কুমার দাসকে। ঠিক কি শট খেলেছেন বলতে পারবেন না নিজেও। ক্রিকেটীয় ব্যাখ্যায়ও নেই। জায়গায় দাঁড়িয়ে ঝাড়ুর বারির মতো কিছু একটা করে যেন বাইরের বলকে উইকেটে এনে বোল্ড হলেন। আর তাতেই চাপে টাইগাররা। শ্রীলঙ্কাকে তাদের প্রথম ইনিংসে করেছিল ২২২ রান।