৮৪ হাজার কৃষক পেল ৪ কোটি টাকার প্রনোদনা

নওগাঁ জেলায় চলতি রবি ২০২২-২৩ মওসুমে মোট ৮৪ হাজার কৃষককে ৪ কোটি ৬২ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের কৃষি প্রনোদনা প্রদান করা হয়েছে। সরকারী ভাবে বিনামূল্যে দেয়া এই প্রনোদনার মধ্যে রয়েছে বীজ, ডিএপি সার এবং এমওপি সার। প্রান্তিক কৃষকদের মধ্যে এসব প্রনোদনা বিতরন করা হয়েছে। প্রত্যেক কৃষককে ১ বিঘা জমির বিপরীতে এই প্রনোদনা দেয়া হয়। প্রনোদনাপ্রাপ্ত কুষকদের মধ্যে হাইব্রীড বোরো চাষীদের সংখ্যা ৪৪ হাজার এবং উন্নত ফলনশীল (উফশী) জাতের বোরো চাষীর সংখ্যা ৪০ হাজার।

জেলার ১১টি উপজেলায় উপজেলা ভিত্তিক প্রনোদনা বিতরনকৃত কৃষকের সংখ্যা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় হাইব্রীড জাতের ৯ হাজার ১১০ জন ও উফশী জাতের ৩ হাজার ৫২০ জন, রানীনগর উপজেলায় হাইব্রীড জাতের ২ হাজার ৪৫০ জন ও উফশী জাতের ৪ হাজার ১৩০ জন, আত্রাই উপজেলায় হাইব্রীড জাতের ৯ হাজার ৩৮০ জন ও উফশী জাতের ৩ হাজার ৬০০ জন, বদলগাছি উপজেলায় হাইব্রীড জাতের ৯০০ জন ও উফশী জাতের ২ হাজার ৬২০ জন, মহাদেবপুর উপজেলায় হাইব্রীড জাতের ৩ হাজার ৩২০ জন ও উফশী জাতের ৬ হাজার ২৫০ জন, পত্নীতলা উপজেলায় হাইব্রীড জাতের ২ হাজার ৮১০ জন ও উফশী জাতের ৪ হাজার ৩০০ জন, ধামইরহাট উপজেলায় হাইব্রীড জাতের ৪ হাজার ১৩০ জন ও উফশী জাতের ৩ হাজার ৯৮০ জন, সাপাহার উপজেলায় হাইব্রীড জাতের ২০০ জন ও উফশী জাতের ১ হাজার ১৯০ জন, পোরশা উপজেলায় হাইব্রীড জাতের ১ হাজার ৯৮০ জন ও উফশী জাতের ১ হাজার ৭০০ জন, মান্দা উপজেলায় হাইব্রীড জাতের ৭ হাজার ৬৩০ জন ও উফশী জাতের ৪ হাজার ৬০ জন এবং নিয়ামতপুর উপজেলায় হাইব্রীড জাতের ২ হাজার ৯০ জন ও উফশী জাতের ৪ হাজার ৬৫০ জন কৃষক।

কৃষি বিভাগ সূত্র জানা গেছে, হাইব্রীড জাতের ৪৪ হাজার কৃষককে প্রনোদনা হিসেবে শুধুমাত্র ২ কেজি করে বীজ বিনামুল্যে দেয়া হয়েছে। প্রতি কেজি বীজের বাজার মূল্য ২৬০ টাকা হিসেবে ৮৮ হাজার বীজের মুল্য ২ কোটি ২৮ লক্ষ ৮০ হাজার টাকা।

অপরদিকে, উফশী জাতের বোরো আবাদকারী কৃষকদের প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি দেয়া হয়েছে। প্রত্যেক কৃষকের অনুকূলে প্রদত্ত এসব বীজ সারের মূল্য ৫৮৫ টাকা। সেই হিসেবে ৪০ হাজার উফশী আবাদকারীদের দেয়া প্রনোদনার আর্থিক মূল্য ২ কোটি ৩৪ লক্ষ টাকা। সেই হিসেবে প্রনোদনা দেয়া বীজ ও সারের সর্বমোট আর্থিক মূল্য ৪ কোটি ৬২ লক্ষ ৮০ হাজার টাকা।

এদিকে, নওগাঁ জেলায় চলতি বোরো মওসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে বোরো ধান চাষ করেছেন কৃষকরা। কুষি সম্প্রসারন অধিদপ্তর নওগাঁ’র উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানিয়েছেন চলতি মওসুমে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয় ১ লাখ ৮৯ হাজার ১০০ হেক্টর জমিতে। সেখানে জেলায় মোট চাষ হয়েছে ১ লাখ ৯০ হাজার ৯৫০ হেক্টর জমিতে। সেই হিসেবে জেলায় চলতি মওসুমে ১ হাজার ৮৫০ হেক্টর বেশী জমিতে বোরো আবাদ হয়েছে।

শর্টলিংকঃ