গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বোরজাহান আলী, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক আব্দল মোতিন মোল্লা, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ, গোবিন্দগঞ্জ সরকারী কলেজের প্রভাষক দীপক কুমার কর প্রমুখ।
অনুষ্ঠানে আগামী ৭ই মাচ পালনের জন্য বিভিন্ন কর্মসূচীর পালনের সিদ্ধান্ত নেয়া হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, ৭ইমার্চের ঐতিহাসিক ভাষন প্রচার, আলোচনা সভা। শেষে জয় বাংলা শ্লোগান দিয়ে সভা সমাপ্ত করা হয়।