বিলুপ্ত তথ্যপ্রযুক্তি আইনর ৫৭ ধারার মামলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখার সভাপতি ও একুশে টিভির ঝালকাঠে জেলা প্রতিনিধি আজমির হোসেন তালুকদারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় শহরের সদর চৌমাথা এলাকার বাসা থেকে ঝালকাঠি থানা পুলিশ তাকে গ্রেফতার করে ।
উল্লেখ্য, গত বছর টেন্ডার সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করলে তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে এই মামলাটি দায়ের করা হয়েছিল। আজ সন্ধ্যায় আদালত থেকে থানায় ওয়ারেন্ট পৌঁছলে পুলিশ তাকে গ্রেফতার করে।
এদিকে বিএমএসএফ’র পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু সরকার ৫৭ ধারা বাতিল করেছে সেহেতু এই মামলায় দায়ের হওয়া মামলাগুলো কার্যত অচল। দ্রুত তাকে মুক্তি দেয়ার দাবী করেছে বিএমএসএফ।