২ ঘণ্টা পর আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক  রিপোর্ট : সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (০৯ মার্চ) বিকেলে আশুলিয়ার জিরাবো এলাকায় এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, প্রথমে রেডিয়ান নিটওয়্যারে আগুনের খবর পেয়ে আশুলিয়া ডিইপিজেডের ২টি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

পরে আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ও উত্তরার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। মোট ৫টি ইউনিট প্রায়  ২  ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসবি নিটওয়্যার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।

শর্টলিংকঃ