১১ বিদেশীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে

আবদুর রাজ্জাক কক্সবাজার : কক্সবাজারে পাসপোর্ট ছাড়া চলাফেরার সময় আটক ১১ জন বিদেশি ত্রাণ কর্মীকে ছেড়ে দিয়েছে পুলিশ।  আন্তর্জাতিক মেডিকেল চ্যারিটি মেদ্যঁ স্যঁ ফ্রতিয়ে বা এমএসএফ জানায়, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে তাদের ১০ জন কর্মী ছিল।

কক্সবাজারে পুলিশ সুপার ড. এ.একে.এম. ইকবাল হোসেন জানান, শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে। তবে এদের গ্রেফতার করা হয়নি।  উখিয়ার পুলিশ জানায়, এরা গাড়িতে চড়ে স্থানীয় একটি শরণার্থী শিবিরে যাচ্ছিল। কক্সবাজার-টেকনাফ সড়কে পুলিশের নিরাপত্তা চৌকিতে এদের বহনকারী গাড়িটিকে থামানো হয়।

র‍্যাব কর্মকর্তারা তাদের তাদের পাসপোর্ট এবং বাংলাদেশে কাজ করার অনুমতিপত্র দেখতে চাইলে তারা সেটি দেখাতে পারেনি। পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন যে তারা তাদের পাসপোর্ট ঢাকায় রেখে এসেছেন।

 

শর্টলিংকঃ