
স্টাফ রিপোর্টার : ১১ টাকার জেরে সৌরভ (২৫) নামে এক পানের দোকানির ধারালো খুড়ের আঘাতে জখম হয়েছেন পুলিশের তিন কর্মকর্তা। তাদের আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।তবে এসময় ছিনতাইকারি সন্দেহে সৌরভকে আটক করা হয়। গাইবান্ধা পৌর পার্কে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সৌরভ,গাইবান্ধা শহরের ডেভিট কোমাপানিপাড়ার আব্দুল্যাহ হোসেনের ছেলে । পৌর পার্কে তার একটি পান-সিগারেটের দোকান আছে। সদর পুলিশ ফাঁড়ির এটিএসআই সানোয়ার হোসেন নিয়মিত ওই দোকান থেকে খরিদ করতেন।

সদর থানার ওসি (তদন্ত) মজিবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌরভ জানায়, বাকী খরিদের এক পর্যায়ে এটিএসআই সানোয়ার হোসেন বাকীর পরিমান দাড়ায় ৫২ টাকা। কিন্তু সৌরভের দাবি বাকীর পরিমান ৬৩ টাকা। এই ১১ টাকা নিয়ে তর্কবির্তকের এক পর্যায়ে সৌরভকে সানোয়ার চর মারেন। এতে সৌরভ ক্ষুব্ধ হয়ে পরের দিন সকালে এটিএসআই সানোয়ার হোসেন পৌরপার্কে দেখতে পেয়ে তার ওপর চড়াও হয় এবং খুর দিয়ে উপর্যুপরি আঘাত করে। এ সময় তার সঙ্গে থাকা সদর পুলিশ ফাঁড়ির এটিএসআ ই আব্দুল সাত্তার ও সদর কোর্টের সি এস আই আবু সাঈদ এগিয়ে আসলে সৌরভ তাদেরও আঘাত করে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।