হবিগঞ্জ : নবীগঞ্জে ট্রাক্টর খাদে পড়ে জহুর আলী (৬৫) নামে এক বৃদ্ধ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাংলা বাজারস্থ সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন করে জানান, স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহুর আলীকে মৃত ঘোষণা করেন।