
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুরের গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানের সময় গোলাগুলিতে নিহত পুলিশ কর্মকর্তার হত্যাকারীকে খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মঙ্গলবার (২০ মার্চ) বিকেলে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়েলর সভাকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিরপুরের পীরেরবাগে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানের সময় গোলাগুলিতে নিহত পুলিশ কর্মকর্তা জালাল উদ্দিনের হত্যাকারীকে খুঁজে বের করে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।