স্বল্প পোশাকে ইন্টারনেট কাঁপাচ্ছেন ড্যানিয়েল

স্বল্প পোশাকে ইন্টারনেট কাঁপাচ্ছেন ড্যানিয়েল

স্বাস্থ্য ডেস্ক: বাবা ব্রাজিলের লিজেন্ড ফুটবলার। একসময় বল পায়ে দাপিয়ে বেরিয়েছেন গোটা মাঠ। এখন মেয়েও দোপেয়ে বেরাচ্ছেন, তবে মাঠ নয়। তিনি মাতিয়ে বেরাচ্ছেন ইনস্টাগ্রাম। এই সোস্যাল মিডিয়ার সুবাদে তিনি হয়ে উঠেছেন সেলিব্রিটি। মাত্র কুড়ি বছরের এই মেয়ের ফলোয়ারের সংখ্যা ২ লক্ষ!

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য সান’-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এই রূপসী কন্যার নাম ড্যানিয়েল ফাভাতো। আর তার বাবার নাম রোমারিও। ব্রাজিলের সেই কিংবদন্তি ফুটবলারের খেলা দেখে পাগল হয়ে উঠত গোটা পৃথিবীর ফুটবলপ্রেমীরা।

সময় পেরিয়েছে। রোমারিও এখন ৫২। ২৪ বছরের বিরাট কেরিয়ার আজ ইতিহাস। এখন তিনি মন দিয়েছেন রাজনীতিতে। রিও দে জেনেইরোর গভর্নরের পদে আসীন হতে ইচ্ছুক তিনি। সামনেই নির্বাচন। বাবার স্বপ্ন পূরণে এগিয়ে এসেছেন মেয়ে। নানাভাবে নির্বাচনী কাজে সহায়তা করছেন।

রোমারিও-র ৬ সন্তান। ২ ছেলে বাবার মতোই ফুটবলে মেতেছেন। আর সুন্দরী ড্যানিয়েল ইনস্টাগ্রাম সেলিব্রিটি। ২০১৫ সালে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলেন তিনি। এ যাবত ২০৭টি ছবি আপলোড করেছেন নিজের অ্যাকাউন্টে। আর তাতেই হয়ে গিয়েছেন বিখ্যাত। তার ফলোয়ারের সংখ্যা খুব বেশি না, মাত্র ২ লাখ!

শর্টলিংকঃ