স্কুল শিক্ষিকাকে ধর্ষণের হুমকি দিল সেভেনের ছাত্র!

স্কুলের শিক্ষিকাকে অনলাইনে ধর্ষণের হুমকি দিল সপ্তম শ্রেণির এক পড়ুয়া। শুধু তাঁকেই নয়, ওই শিক্ষিকার মেয়েকেও একই ধরনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

ওই শিক্ষিকা গুরুগ্রামের একটি নামী স্কুলে পড়ান। ওই স্কুলেই সপ্তম শ্রেণিতে তার মেয়ে পড়ে। কিন্তু, গত সপ্তাহ থেকে সে আর স্কুলে যেতে পারছে না।

ভয়ে! কারণ, ওই ছাত্রীর এক সহপাঠী অনলাইনে তাকে ধর্ষণের হুমকি দিয়েছে। সে ধর্ষণের হুমকি দিয়েছে তার শিক্ষিকা মাকেও। তবে, এই হুমকির পরেও ওই শিক্ষিকা স্কুলে যাচ্ছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়ার  ।

অন্য দিকে, ওই স্কুলেরই অষ্টম শ্রেণির এক ছাত্র তার ক্লাস টিচারকে ইমেল বার্তায় ‘ডেট’-এ যাওয়ার প্রস্তাব দিয়েছে। শুধু তাই নয়, সে তার শিক্ষিকার সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করার কথাও জানিয়েছে। এই দুই ঘটনায় স্তম্ভিত শিক্ষা মহল। উদ্বিগ্ন শিশু কল্যাণ দফতরও। তারা স্বতপ্রণোদিত ভাবে স্কুল কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানতে চেয়েছে।

শর্টলিংকঃ