বিনোদন ডেস্ক: ঢাকাই ছবির এই সময়ের পরিচিত নায়িকা পরীমনি। তিন বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন অনেকগুলো ছবিতে। শুধু তাই নয়, অভিষেকের আগেই তিনি দুই ডজনের বেশি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন। তার অভিনীত ছবির তালিকা বেশ লম্বা হলেও সাফল্যের খাতা শূন্যই বলা চলে। উল্লেখযোগ্য কোনও ছবিই দর্শকপ্রিয়তা কিংবা ব্যবসায়িক সাফল্য পায়নি।
এবার তিনি নতুন একটি খবর দিয়েছেন। জানালেন, ছবি প্রযোজনা করবেন তিনি। ব্যানারের নাম রেখেছেন সোনার তরী মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদে থাকছেন তিনি। এর বেশি জানা যায়নি এখনও।
তবে প্রযোজক হিসেবে এরমধ্যে সবকিছু গোছগাছ করে ফেলেছেন। আজ (৯ মার্চ) বিকালে বিএফডিসি’র ৭ নম্বর ফ্লোরে এর আনুষ্ঠানিক ঘোষণা ও প্রতিষ্ঠানটির লগো উন্মোচন করবেন আলোচিত এই নায়িকা।