
সৈয়দপুর: যান্ত্রিক ক্রটির কারণে সৈয়দপুর বিমানবন্দরে নামতে পারেনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। বিমানটি সৈয়দপুরের আকাশে চক্কর দিয়ে মেরামতের জন্য ঢাকায় ফিরে যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২০ মার্চ) দুপুরে।
ক্রটি সারিয়ে মঙ্গলবার (২০ মার্চ) দুপুরের ওই বিমানটি বিকেলের মধ্যে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের আশ্বাস দেওয়া হলেও আর সৈয়দপুর বিমানবন্দরে আসেনি। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক শাহীন আহমেদ জানান, হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের পর পর যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জরুরি অবতরণ করে ফ্লাইটটি।
যাত্রীরা অভিযোগ করেন, ফ্লাইট বাতিলের আগ পর্যন্ত কিছুই বলেনি কর্তৃপক্ষ। দুপুরে খাবারের পরিবর্তে বিস্কুট দেওয়া হয়েছে যাত্রীদের।