গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৭৮ হাজার ৯২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের প্রার্থী আফরোজা বারী পেয়েছেন ৬৮ হাজার ৯১৩ ভোট। অপর দুই প্রতিদ্বন্দ্বী এনপিপির জিয়া জামান খান পেয়েছেন ৪১৭ ভোট ও গণফ্রন্টের শরিফুল ইসলাম পেয়েছেন ৭১১ ভোট।
মঙ্গলবার রাত পৌনে ৯ টায় রির্টানিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল বেসরকারি ভাবে ঘোষণা করেন। এর আগে, উপজেলার পৌর এলাকাসহ ১৫ টি ইউনিয়নের ১০৯ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ৮ ঘণ্টা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য ২০১৬ সালের ৩১ ডিসেম্বর আওয়ামীলীগের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার পর এ আসনে গত বছরের ২২ শে মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে গোলাম মোস্তফা আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। কিন্তু তিনি ১৮ নভেম্বর সুন্দরগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার পথে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মারা গেলে আসনটি পুনরায় শুন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।