সুন্দরগঞ্জ আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দ


গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে অংশ গ্রহণকারি চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে শনিবার সকাল ১১ টার দিকে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফরোজা বারী (নৌকা) , জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি (লাঙ্গল), এনপিপির প্রার্থী জিয়া জামান খাঁন (আম) ও গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ) পেয়েছেন।

রিটার্নিং অফিসার জি এম সাহাতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন আগামী ১৩ মার্চ গাইবান্ধা-১ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সুন্দরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৫ ইউনিয়নের ১০৯ কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। তিনি বলেন, এ আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু যাচাই-বাছাইয়ে ক্রটি ধরা পড়ায় স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব মাসুদের মনোনয়নপত্র বাতিল করা হয়। বর্তমানে এ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

উল্লেখ্য ২০১৬ সালের ৩১ ডিসেম্বর আওয়ামীলীগের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার পর এ আসনে গত বছরের ২২ শে মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে গোলাম মোস্তফা আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। কিন্তু তিনি ১৮ নভেম্বর সুন্দরগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার পথে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মারা গেলে আসনটি পুনরায় শুন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।

শর্টলিংকঃ