সুন্দরগঞ্জে জাপার নির্বাচনী সভা পন্ড


গাইবান্ধা প্রতিনিধি  :  গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পার্টির নির্বাচনী সভা প্রয়াত এমপি গোলাম মোস্তফার সমর্থকরা হামলা চালিয়ে পন্ড করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পাঁচপীর এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারীর নির্বাচনী সভা ওই এলাকায় সোমবার রাত ৮টায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জাপার শাসনামলের উন্নয়ন ও দলীয় শৃঙ্খলার বক্তব্য দেয়ার সময় সরকার দলীয় প্রয়াত এমপি গোলাম মোস্তফা আহম্মেদকে নিয়ে কটুক্তি করা হয়। এতে গোলাম মোস্তফা সমর্থকরা ক্ষুব্ধ হয়ে হামলা চালিয়ে নির্বাচনী সভা পন্ড করে দেয়। এ সময় বিক্ষুব্ধরা সভা মঞ্চ ও চেয়ার টেবিল ভাংচুর করে। পরে জাতীয় পার্টির নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনা ঘটে। বাজারের হোটেল ব্যবসায়ী আবুল কাশেম জানান, এ ঘটনা কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে আহত পাঁচজনের মধ্যে ফুলমিয়া (৫০), জাহিদ (৩০) ও মিঠু (১৫) নামে ৩ জন সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এদিকে, সভায় প্রয়াত এমপি গোলাম মোস্তফাকে নিয়ে কুটুক্তির অভিযোগ নাকচ করে জাপার প্রার্থী শামিম হায়দার পাটোয়ারী বলেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা উদ্দেশ্য প্রনোদিত ভাবে এ তান্ডব চালায়। সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অপ্রিিতকর ঘটনা এড়াতে ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

শর্টলিংকঃ