গাইবান্ধার সুন্দরগঞ্জে চার পুলিশকে পিটিয়ে হত্যার পঞ্চম বর্ষপূর্তি বুধবার। উপজেলার বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের চার পুলিশকে ২০১৩ সালের এই দিনে পিটিয়ে হত্যা করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।ওই দিন মানবতা বিরোধী মামলায় অভিযুক্ত দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা এ হত্যাকান্ড ঘটায়।
নিহত পুলিশ সদস্যরা হচ্ছেন,রংপুরের পিরগাছার রহমতচর গ্রামের তোজাম্মেল হক, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কিশামত গোবধা গ্রামের হযরত আলী, বগুড়ার সোনাতলা উপজেলার ঠাকুরপাড়া গ্রামের বাবলু মিয়া ও গাইবান্ধার সাঘাটা উপজেলার খামার ধনারুহা গ্রামের নাজিম উদ্দিন।
এই চার পুলিশকে হত্যার ঘটনায় পুলিশ বাদি হয়ে স্থানীয় থানায় মামলা করেন। মামলায় সুন্দরগঞ্জ আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ ৮৯ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। এ ছাড়াও অজ্ঞাত পরিচয়ে দুই হাজার পাঁচশতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। পরে ওই মামলার দীর্ঘ তদন্ত শেষে ২৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।
গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের জি আরও শফিকুল ইসলাম শফিক “দশের খবরকে” জানান, মামলাটি বর্তমানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। ২৩৫ জন আসামির মধ্যে তিনজন মারা গেছেন, তিনজন পলাতক আছেন। অবশিষ্ট ২২৯ জন আসামি জামিনে আছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবি (পিপি) শফিকুল ইসলাম “দশের খবর”কে জানান, চার পুলিশ হত্যা মামলায় আগামি ৪ মার্চ চার্জ গঠনের জন্য দিন ধার্য করেছেন আদালত। সেই অনুযায়ী ওই দিন চার্জ গঠন করা হবে।