
মাহাবুবর রহমান সিলেট : নগরীতে মোবাইল ফোনে ডেকে নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির দুই সংবাদকর্মীকে মারধোর করেছে ছাত্রলীগ। শনিবার দুপুরে নগরীর মির্জাজাঙ্গালস্থ নিম্বার্ক আশ্রমের সামনে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত ক্যামেরাপার্সন গোপাল বর্ধন ও প্রতিবেদক মাধব কর্মকারকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা জানান, মাধবকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে ফোন দিয়ে সেখানে নেয় ছাত্রলীগ কর্মী রাজেশ। সেখানে তার উপর অতকিত হামলা চালায়। এতে তারা আহত হন।

এদিকে, হামলার খবর পেয়ে সাংবাদিক নেতারা ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানও ঘটনাস্থলে যান। তিনি সাংবাদিক নেতাদের সাথে কথা বলে সমাধানের উদ্যোগ নিয়েছেন। কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন এ ধরণের খবর জেনেছেন বলে জানান।