পুলিশের হাতেই ভুয়া নারী পুলিশ সদস্য আটক

 

ডেস্ক  রিপোর্ট :  সিলেটের হযরত শাহজালাল (র) এর মাজার থেকে ছদ্মবেশী জুলি আক্তার প্রকাশ ইভা উরফে শ্যামলী আক্তার রুবা নামে এক ভুয়া নারী সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার (০৭ মার্চ) দুপুরে শাহজালাল (র.) মাজার এলাকা থেকে তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

আটক জুলি আক্তার রুবা হবিগঞ্জ জেলার মাধবপুরের নজরপুর গ্রামের কাওছার মিয়ার মেয়ে।

সিলেট কোতোয়ালির শাহজালাল (র.) তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) সফিকুর রহমান বলেন, মেয়েটির পরিহিত পোশাকের নেমপ্লেটে ‘পাপিয়া’ নাম লেখা ছিলো। এদিন শাহজালাল (র.) মাজার এলাকায় সন্দেহভাজন ঘোরাফেরা অবস্থায় কর্তব্যরত পুলিশ তাকে চ্যালেঞ্জ করলে সে জানায়, ঢাকা ভিকটিম সাপোর্ট সেন্টারে কর্মরত আছে। যোগাযোগ করা হলে এ নামে কোনো কনস্টেবল ঢাকা ভিকটিম সাপোর্ট সেন্টারে চাকরি করেন না বলে নিশ্চিত হওয়া যায়।

তিনি বলেন, এক পর্যায়ে তার মোবাইল তল্লাশি করে পুলিশের র‌্যাংক  লাগানো পোশাক পরিহিত অবস্থায় আরো ছবি পাওয়া যায়।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বলেন, সে প্রতারক চক্রের সদস্য। ৩ বছর আগে একই গ্রামের কাওছার নামে একটি ছেলের সঙ্গে তার বিয়ের পর ছাড়াছাড়ি হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

শর্টলিংকঃ