সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বৃহস্পতিবার আদালতের রায়কে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের বিশৃঙ্খলার আশংকায় সিরাজগঞ্জে র্যাব-পুলিশ ও বিজিবির যৌথ মহরা। নাশকতা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন রাস্তার মোড়ে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সিরাজগঞ্জে ৩ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। শহরের গুরুত্বপুর্ন এলাকায় ষ্টাইকিং ফোর্স হিসেবে র্যাব-পুলিশের যৌথ মহড়া অব্যাহত রয়েছে। পাশাপাশি জেলার ১২ থানা পুলিশও সতর্ক অবস্থায় রয়েছে বলে জানালেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা।
এছাড়াও শহরের মোড়ে মোড়ে নিরাপত্তা বাহিনির পাশা পাশি আওয়ামীলীগের নেতাকর্মীরা অবস্থান করছে ও সাধারন মানুষের হাতে হাতে বেগম খালেদার জিয়ার জ্বালাও পোড়াও অগ্নিসংযোগের হ্যান্ডবিল লিফলেট বিতারন করছে নেতা কর্মীরা।
খালেদা জিয়ার শাস্তির দাবিতে সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার ১৫নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মো. সাহাদত হোসেনের নেতৃত্বে শহরে এক বিশাল মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চামড়াপট্রিতে শেষ হয়। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে দুরপাল্লার কোন বাস ছারেনি বলে জানালেন সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির সাধারন সম্পাদক মো. লিটন সরকার।