সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বসন্ত উৎসব পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বসন্ত উৎসব উদযাপন করা হয়। সোমবার দিন ব্যাপী রংধনু মডেল স্কুল এ উৎসবের আয়োজন করে। শাহজাদপুরের রবীদ্র কাছারিবাড়ি অডিটারিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন। বিশষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি নাট্যকার ও সাংবাদিক মো.জাহান, তাকিবুনাহার তাকি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক মঈন উদ্দিন,শ্যামল দত্ত, নিরাঞ্জন পাল, মোক্তারুজ্জামান, সোহেল রানা প্রমূখ। বর্ণাঢ্য শাভাযাত্রা, আলাচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ণাঢ্য শোভাযাত্রাটি রংধনু স্কুল থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে রবীদ্র কাছারিবাড়ি চত্বরে এসে শেষ হয়। পরে অডিটারিয়াম মঞ্চে আলোচনা সভা শেষ শিক্ষার্থীদর পরিবশনায় শুরু হয় সাংস্কতিক অনুষ্ঠান।
শর্টলিংকঃ