প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। অাগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বুধবার বেলা ৩টা ১০ মিনিটে এ বৈঠক শুরু হয়।
ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টারি ডেলিগেশন জিম ল্যামবার্ড এর নেতৃত্বে ৮ সমস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত রয়েছেন। এছাড়াও নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন অাহমদ ও যুগ্ম-সচিব (চলতি দায়িত্ব) এসএম অাসাদুজ্জামান বৈঠকে উপস্থিত রয়েছেন। অন্যান্য বিষয়ের পাশাপাশি অাগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়েও বৈঠকে অালোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।