সানি লিওনের জীবন কাহিনী নিয়ে চলচ্চিত্র

Image result for সানি লিওন

বিনোদন ডেস্ক: বায়োপিকের এক আলাদা ময়দান তৈরি হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আসা যাক সোজা বলিউডে। কখনও খেলার জগৎ, কখনও সাউথের অ্যাডাস্ট স্টার, কখনও বা বলিউডের লিজেন্ড। সবখানেই এখন বায়োপিকের আমেজ।

শ্রীদেবীর মৃত্যুর পরই যেমন শোনা গেল রাম গোপাল বার্মা তাঁকে নিয়ে বায়োপিক করতে চান। বায়োপিকে অভিনয় করছেন এ-লিস্টেড স্টাররা। কিছু বায়োপিকের ইউএসপি হল তারকার কনট্রোভআরশিয়াল লাইফ। তেমনি খবর এল এবার বায়োপিক হতে চলেছে সানি লিওনের জীবন নিয়ে।

কন্ট্রোভার্সি আর সানি লিওন। কথা দুটি খুব একটা অচেনা নয় একে অপরের থেকে। ইনস্টাগ্রামে নিজেই পোস্ট করে জানালেন ফ্যানদের যে আসতে চলেছে তাঁর বায়োপিক। তাঁর বড় হয়ে ওঠা, অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে আসা, সেই ইন্ডাস্ট্রি ছেড়ে বলিউড। কেন কারেনজিৎ থেকে নাম হল সানি? কেন এলেন সুদূর কানাডা থেকে ভারতে? সবকিছুর পেছনে রয়েছে কী কারণ?

সেই সবই খোলসা হবে তাঁর বায়োপিকে। তাঁর এবং প্রতিটি চরিত্রে কে কে থাকছেন অভিনয় সে বিষয়ে এখনও জানা যায়নি।

শর্টলিংকঃ