গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ট্রাক্টরচাপায় শাওন (০৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের কাঁঠাল লক্ষ্মীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শাওন একই গ্রামের শ্রী লাল মোহনের ছেলে। সে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রাইভেট শেষে বাড়ি ফিরছিল শাওন। এসময় মাটি ভর্তি দূর্তগামী একট মাহিন্দ্র ট্রাক্টর তাকে ধাক্কা দিলে ছিটকে গিয়ে ট্রাক্টরের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকার উত্তেজিত জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনার পর এলাকার জনগণ ক্ষিপ্ত হয়ে ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়। তবে চালক আগেই পালিয়ে গেলেও তার হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে বলে জানানন তিনি।