গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রে ভুল সেটে পরীক্ষা নেওয়া হয়েছে। উপজেলার সাদুর্যাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শনিবার “ক” সেটের স্থলে “খ” সেটের প্রশ্ন দিয়ে ভুগোল পরীক্ষা নেওয়া হয়।
ওই কেন্দ্র সচিব এনশাদ আলী বলেন,তার কেন্দ্রে ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৫১ জন পরীক্ষার্থী শনিবার ভুগোল বিষয়ে পরীক্ষায় অংশ নেয়। ভুল সেটে পরীক্ষার বিষয়টি পরীক্ষা চলাকালিন কেউ বুঝতে পারেননি।
পরীক্ষা শেষে কেন্দ্র থেকে পার্শ্ববর্তী সাদুল্যাপুর কে এম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের স্কুলের শিক্ষকদের সঙ্গে দেখা করতে গেলে বিষয়টি প্রকাশ পায়। তিনি বলেন, এ নিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। এতে পরীক্ষার্থীদের কোন অসুবিধা হবে না বলে তারা জানিয়েছেন। সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা খাতুন বলেন,বিষয়টি জানার পর আমি শিক্ষা বোর্ডে বলেছি যাতে পরীক্ষার্থীদের কোন অসুবিধা না হয়।
সাদুল্যাপুরে ভুল সেটে ভূগোল পরীক্ষা
শর্টলিংকঃ