রবিবার সকাল ১০ টা ১১ টা পর্যন্ত লক্ষ্মীপুর জেলা সম্পাদক-প্রকাশক পরিষদের আয়োজনে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে লক্ষ্মীপুরে তরুন সাংবাদিক শাহ মনির পলাশের খুনিদের দ্রুত গ্রেফতার দাবীতে মানববন্ধন করা হয়েছে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।
এ সময় মানববন্ধন থেকে সংবাদকর্মীরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি কামনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবিলম্বে সাংবাদিক হত্যাকারীদের গ্রেফতার করার দাবী জানান। দাবী পূরণ না হলে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
প্রসঙ্গত, বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাছিমনগর জমিসংক্রান্ত বিরোধে দৈনিক রুপবানী পত্রিকার জেলা প্রতিনিধি শাহা মনির পলাশকে পিটিয়ে আহত করে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ হত্যাকান্ডের ঘটনায় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে নিহতের বাবা লক্ষ্মীপুর সদর থানায় বাদি হয়ে আবু ইউছুফ, আবু ছায়েদ ও ইউছুফের স্ত্রী ফয়েজুন নেছাকে আসামি করে মামলা করেন।
তিন আসামির মধ্যে ফয়েজুন নেছা গ্রেফতার হয়েছেন। অপর দুই আসামি পলাতক রয়েছেন।