সাংবাদিকদের সাথে র‌্যাবের নির্বাচনী মতবিনিময়

গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে উপ-নির্বাচন ১৩ মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে র‌্যাব-১৩ এর অধিনায়ক উইং কমান্ডার আব্দুল আহাদ সাংবাদিকদের সাথে সোমবার এক মতবিনিময় করেন।

র‌্যাব-১৩ এর অধিনায়ক উইং কমান্ডার আব্দুল আহাদের নেতৃত্বে রংপুর থেকে ৪৫টি গাড়ি বহর নিয়ে পূর্ব বাইপাস মোড়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে নির্বাচনী মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তিনি বলেন- নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক পুলিশের পাশাপাশি রোববার থেকে আমাদের র‌্যাব সদস্যরা কাজ করছেন। এছাড়া নির্বাচনকে অবাধ সুষ্ঠু করতে সাদা পোশাক ধারী র‌্যাব সদস্যসহ ৪০টি টিম নির্বাচনকালীন আইন শৃঙ্খলা যাতে কোন বিঘœ না ঘটে সে জন্য সার্বক্ষনিক টহল অব্যাহত রেখেছে। এসময় তার সঙ্গে ছিলেন র‌্যাবের সহকারী অধিনায়ক মেজর আরফিন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম ও সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান।

শর্টলিংকঃ