অনলাইন পোর্টাল“দশের খবর ডটকম”সম্পাদক আব্দুল হান্নান আকন্দ বলেন, “স্বাধীনতার চেতনাকে ধারণ করে বিগত ২০১৮ সালে ১ মার্চ “দশের খবর ডটকম” যাত্রা শুরু করে। সেই থেকেই “দশের খবর” সত্যের সন্ধানে অঙ্গীকার বদ্ধ হয়ে দেশ ও জাতীর কল্যাণে কাজ করে আসছে। আজকের এই দিকে সবার ভালবাসায় সিক্ত হয়ে পোর্টালটি চতুর্থ বর্ষ পেরিয়ে পঞ্চম বর্ষে পর্দাপন করছে।”
সবার এই ভালবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করে “দশের খবর ডটকম” সম্পাদক আরও বলেন,“ সবর এই ভালবাসা অবিচল থাকলে আগামি দিনে অনলাইনের পাশাপাশি প্রিন্টে রুপান্তরিত হয়ে কাজ করবে। মঙ্গলবার বেলা ১১ টায় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে “দশের খবর ডটকম” এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর সভাপতির সমাপনি বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ প্রভাষক ফিরোজ খানম নুন সঞ্চালনায় সভার পবিত্র কোরআন পাঠ করেন আলহাজ্ব মোঃ শাহজাহান সর্দার, গীতা পাঠ করেন উত্তম কুমার কর্মকার।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে- গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফ হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মোঃ জহিরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে,নাগারক কমিটির আহবায়ক ও উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এম এ মোতিন মোল্লা, সাপ্তাহিক পলাশবাড়ী পত্রিকার সম্পাদক উত্তম কুমার কর্মকার ও গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মঞ্জুরুল হক সেলিম। এর আগে “দশের খবর ডটকম” পরিবারের পক্ষ থেকে অথিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করে নেওয়া হয়।