গাইবান্ধা প্রতিনিধি: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, সাঘাটা-ফুলছড়ি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানেরই উন্নয়ন করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণেই আমি সাঘাটা-ফুলছড়ি উপজেলার ব্যাপক উন্নয়ন করতে পেরেছি। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষকদের সকল রাজনীতির উর্দ্ধে থেকে নিষ্ঠার সহিত দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে।
তিনি আরও বলেন, আপনারা আপনাদের মা, স্ত্রী, সন্তান সবাইকে ফাঁকি দিতে পারেন, কিন্তু আপনার বিবেককে ফাঁকি দিতে পারবেন না। গতকাল শুক্রবার গোড়েরপাড়া-কামালেরপাড়া, জুমারবাড়ী ওয়াবদা বাঁধ- আব্দুল্লাহ’র পাড়া ২টি রাস্তা পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে বাদিনারপাড়া উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন (৪র্থ তলা) ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, সাঘাটা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান,আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য প্রভাষক সাখাওয়াত হোসেন, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, ঠিকাদার আব্দুল আজিজ, সিদ্দিক হোসেন, আব্দুস সালাম প্রমুখ।