শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শনিবার

ডেক্স রিপোর্ট : বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ত্রিদেশীয় সিরিজের ফাইনালের গুরুত্বপূর্ণ সময়ে ইনজুরিতে পড়েন । তার অভাবটা এরপর থেকেই টের পেয়ে যাচ্ছে টাইগাররা। তবে আশার খবর, ইনজুরি থেকে এখন অনেকটাই মুক্ত সাকিব। এমনকি ঔষধ সেবনও বন্ধ করেছেন। আগামী শনিবার নখের আঙ্গুলের ব্যান্ডেজ খোলা হবে বলে জানিয়েছেন তার চিকিৎসক। তিনি এরপরই শুরু করবেন অনুশীলন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলার জন্য মুখিয়ে আছেন এ অলরাউন্ডার।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম টেস্টের মতো এ টেস্টও মিস করছেন সাকিব। শঙ্কা রয়েছে টি-টুয়েন্টি সিরিজেও। তবে সাকিব নিজে মুখিয়ে আছেন ওই সিরিজে খেলার জন্য, ‘নিয়মিত ড্রেসিং করে যাচ্ছি। ১০ তারিখের পর ব্যান্ডেজ খুললে আঙ্গুল নড়াচড়া শুরু হবে। তার দুই দিন পর আমি বুঝতে পারবো আমি টি-টুয়েন্টি সিরিজে খেলতে পারবো কি না। আমার মনে হয় আমি টি-টোয়েন্টি সিরিজটি খেলতে পারবো কারণ এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ সিরিজ।’

ইনজুরিতে পরলেও খেলা থেকে খুব বেশি দূরে থাকতে পারেননি সাকিব। তাই চট্টগ্রাম গিয়েছিলেন টেস্ট ম্যাচ দেখতে। তবে এ অভিজ্ঞতাটা ভালো লাগেনি তার, ‘যদি কোন খেলোয়াড় ইনজুরির কারণে কোন ম্যাচ মিস করে তাহলে তার অবশ্যই খারাপ লাগে। ভালো হতো যদি আমি খেলতে পারতাম। আমি চট্টগ্রাম গিয়েছিলাম দুইদিন টেস্ট দেখেছি। এটা ভিন্ন অনুভূতি মাঠের বাইরে থেকে খেলা দেখা। আমি মাঠে খেলতে পছন্দ করি এবং পারফরম্যান্স করতে কারণ এটাই আমার কাজ।

পুরোপুরি সুস্থ হয়ে খুব শিগগিরই দলে ফেরার আশাবাদ ব্যক্ত করেন সাকিব বলেন আমি খুব শিগগিরই ভালো হয়ে যাব এবং দলে ফিরবো। গত বছর আমি ইনজুরিমুক্ত একটা বছর কাটিয়েছিলাম। এ বছরের শুরুতেই পরলাম। আশা করছি এটা আর আসবে পুরো বছর খেলে যেতে পারবো।’ আর বাংলাদেশও তাকিয়ে আছে সাকিবের সম্পূর্ণ সুস্থ হও ।

শর্টলিংকঃ