শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে তথ্য অফিসারের মতবিনিময়

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনসচেতনতা এবং উন্নয়ন কর্মকান্ডে জনসম্পৃক্ততা বাড়াতে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাথে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেসক্লাবের সাংবাদিক বিপুল রঞ্জন চৌধুরী-মহরম খান মিলনায়তনে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের আয়োজনে উক্ত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমন। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়নের লক্ষ্য সমূহ (এসডিজি), ভিশন ২০২১ এর লক্ষ্য ও অর্জন সমূহ এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে জনগনকে অবহিতকরন এবং উন্নয়ন কার্যক্রমে জনগনকে সম্পৃক্ত করনের বিষয়ে মতবিনিময় করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারন সম্পাদক এম ইদ্রিস আলী, সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, সহ-সভাপতি আহমেদ ফারুক মিল্লাদসহ সাংবাদিকবৃন্দ।

শর্টলিংকঃ