শ্রীপুরে উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে প্রহর গুনছেন দুই পরিবার

শাহ আলম সরকার  গাজীপুর :  নেপালে ত্রিভুবন বিমান বন্দরে বিধ্বস্ত হয়ে ইউএস-বাংলার বিমানে ৪৯ জনযাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।ওই বিমানে গাজীপুর শ্রীপুরের নগর হাওলা গ্রামের দু’টি পরিবারের পাঁচ সদস্য ছিলেন। তাদের ভাগ্যে কী ঘটেছে জানতে পারেনি তাদের পরিবার। অনেক উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন তারা।

বিমানে থাকা পাঁচ সদস্য হলেন ওই গ্রামের মৃত শরাফত আলীর ছেলে ফারুক আহমেদ (৩২), তার স্ত্রী এলমুন নাহার অ্যান্নি (২৫), তাদের এক মাত্র সন্তান প্রেয়সী (৩) ও একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মেহেদী হাসান অমিও (৩৩) ও তার স্ত্রী সাঈদা কামরুন্নাহার স্বর্ণা আক্তার (২৫)।

এদের মধ্যে ফারুক পেশায় একজন ফটোগ্রাফার। মেহেদী হাসান পেশায় ব্যবসায়ী ছিলেন। ফারুক ও মেহেদী হাসান সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। তারা উভয়ের পরিবার ভ্রমণের উদ্দেশ্যে নেপাল যাচ্ছিলেন বলে নিশ্চিত করেন তার বন্ধু ফরহাদ হক।

বিমান বিধ্বস্তের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের বুক ফাটা কান্নায় বাতাস ভারি হয়ে উঠেছে। এলাকাবাসী আল্লাহর কাছে প্রার্থনা করছেন, সবাই যেন জীবিত অবস্থায় ফিরে আসেন। এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, দুর্ঘটনা কবলিত পরিবারের খোঁজখবর নেওয়াসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

শর্টলিংকঃ