গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাজু মিয়া (৩০) নামে চায়না কোম্পানির এক শ্রুমিক হত্যা মামলায় গ্রেফতার তিন যুবকের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ রবিবার বিকালে তাদের ৭ দিনের রিমান্ড আবেদনসহ গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে বিচারক পার্থ ভদ্র আবেদনের শুনানী শেষে তাদের দুই দিনের রিমান্ড দেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানায়-তারা হল-গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের ধুতিচরা গ্রামের আব্দুল জলিলের ছেলে এরশাদ মিয়া (৩০), গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া (নুনদহপাড়া) গ্রামের সাহেব উদ্দিন গাছুর ছেলে মোজাফ্ফর গাছু (৪০) ও একই গ্রামের আব্দুল হাই ওরফে তারা মিয়ার ছেলে শাহালম (৩২)।
নিহত রাজু মিয়া উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের মোজাম্মেল হক ওরফে বাদশার ছেলে।সে উপজেলার মহাসড়ক সম্প্রসারণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কোম্পানির অধীনে সড়ক নির্মাণ শ্রমিকের কাজ করতো।
স্থানীয়রা জানান, রাজু মিয়া দীর্ঘদিন ধরে উপজেলার তালতলায় অবস্থিত চায়না কোম্পানির অধীনে মহাসড়ক ফোরলেন সম্প্রসারণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ করছিল। প্রতিদিনের ন্যায় রাজু শুক্রবার সন্ধ্যায় কাজ শেষে বাইসাইকেল নিয়ে বাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়। শুক্রবার সন্ধ্যা ৬ টার পর তার স্বামীর সঙ্গে মুঠোফোনে একবার কথা হয়। এরপর তার ফোন বন্ধ পাওয়া যায়। এমনকি সে আর বাড়ীতেও আসেনি। শনিবার সকালে ধোপাডাঙ্গা কালভাটের নিচে তাকে মৃত্যু অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে নিহতর বাবা বাদশা মিয়া বাদি হয়ে শনিবার গোবিন্দগঞ্জ থানায় অজ্ঞাত পরিচয়ে দুর্বৃত্তদের আসামি করে মামলা করেন।