শেরপুরে বিএনপির ৪ নেতা আটক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার রায়ের প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টাকালে বিএনপি-যুবদল-ছাত্রদলের ৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায়, শহরের মাধবপুর লাহিড়ী কাচারি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ পলাশ, যুবদল নেতা আব্দুল করিম, ছাত্রদল কর্মী সারোয়ার হোসেন মিল্টন ও ইদ্রিস আলী। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বিএনপির ৪ নেতা-কর্মীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ২ দিন আগের একটি নাশকতা চেষ্টার ষড়যন্ত্রের মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
শর্টলিংকঃ