শেরপুরে পৃথক ঘটনায় স্কুল ছাত্রসহ দুই জনের মৃত্যু

Image result for অস্বাভাবিক মৃত্যু

বগুড়া : বগুড়ার শেরপুরে পৃথক ঘটনায় স্কুল ছাত্র রাসেল আহম্মেদ(১৩) ও গৃহবধু হালিমা খাতুন(৩০) এর অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার (১১ মার্চ)  সকালে উপজেলার শেরুয়া বটতলা-ভবানীপুর সড়কে ও গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে ঘটেছে। থানা সুত্রে প্রকাশ, উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের শাহিনের আলমের স্ত্রী হালিমা খাতুন গতকাল রবিবার সকাল ৮টার দিকে সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে তার এই আত্মহত্যা তা জানা যায়নি। এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল থেকে হালিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

অপরদিকে, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের মৃত ফরিদুল ইসলামের ছেলে পারফেক্ট স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র রাসেল আহম্মেদ গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে বাড়ী ফিরে যাচ্ছিল। এসময় শেরুয়া বটতলা-ভবানীপুর সড়কের বটতলা এলাকায় মাটি বহনকারী ট্রাকের সাথে ধাক্কা লেগে রাসেল গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে। এঘটনায় আহত রাসেল গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় মৃত্যুবরণ করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে দুটি ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শর্টলিংকঃ