আবদুর রাজ্জাক কক্সবাজার : কক্সবাজারের চকরিয়া উপজেলার র্যযাবের সঙ্গে বন্দুক যুদ্ধে আনু মিয়া (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
তিনি ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে (৯) ধর্ষণ মামলায় অভিযুক্ত ছিলেন। উপজেলার বদরখালির নাপিতখালিতে বুধবার সকালে র্যাবের সঙ্গে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব কক্সবাজার ক্যাম্পের কমান্ডার মেজর রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে বদরখালি ইউনিয়নের নাপিতখালি এলাকায় র্যাব অভিযান চালায়। এই সময় র্যাবের সাথে সন্ত্রাসীদের গুলিবিনিময় হয়।
মেজর রুহুল আমিন জানান, গোলাগুলি থামলে ঘটনাস্থলে আনোয়ার হোসেন ওরফে আনু মিয়ার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে আসা হয়।
এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ১ টি ওয়ান-শুটার গান, ৩ রাউন্ড গুলি ও ২ টি খালি খোসা উদ্ধার করা হয় বলে জানান মেজর রুহুল আমিন।