শিমুল বিশ্বাস পাঁচ দিনের রিমান্ডে


ডেক্স রিপোর্ট : বিএনপি চেয়ারপারশন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার শুক্রবার সন্ধ্যায় এ আদেশ দেন।
এর আগের দিন বৃহস্পতিবার আদালত চত্বর থেকে তাকে আটক করে পুলিশ।

আদালত সুত্রে জানা যায়, আটক শিমুল বিশ্বাসকে ১০ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে উপস্থিত করা হয়। আবেদননের শুনানী শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

শর্টলিংকঃ