শিক্ষামন্ত্রীকে পদত্যাগের দাবি

ডেক্স রিপোর্ট : জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস মহামারি আকার ধারণ করেছে। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ব্যর্থ হওয়ায় অবিলম্বে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন পদত্যাগ না করলে তাকে বরখাস্ত করে নতুন মন্ত্রী নিয়োগ দিতে প্রধানমন্ত্রীকে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

সোমবার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন সরকারের শরিক জাতীয় পার্টির সাবেক এই মহাসচিব। তার বক্তব্যের পর ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেন, নিশ্চয়ই প্রধানমন্ত্রী বিষয়টি শুনেছেন, তিনি তার বিবেচনায় জাতির স্বার্থে যতটুকু করা প্রয়োজন, অবশ্যই তিনি করবেন।

জিয়াউদ্দিন বাবলু বলেন, প্রশ্নপত্র ফাঁস মহামারি রুপ নিয়েছে। এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল- প্রশ্নপত্র ফাঁসকারীকে ধরিয়ে দিতে পারলে তাকে ৫ লাখ টাকা পুরস্কৃত করা হবে। অথচ আজ তুষার শুভ্র নামে একটা সাইটে বলা হয়েছে ইংরেজি প্রশ্ন আছে সংগ্রহ করতে হলে এতো টাকা লাগবে।

শর্টলিংকঃ