
ডেস্ক রিপোর্ট: নেপালে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ালাইন্সের আহত যাত্রী শাহীন ব্যাপারীর মারা গেছেন।
সোমবার (২৬ মার্চ) বিকেল পৌনে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢামেক হাসপাতালেরে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক অধ্যাপক আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. হোসাইন ইমাম বলেন, ইনফেকশনের কারণে সকাল থেকে শাহীনের নাক-মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। তার ব্লিডিং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
গত ১২ মার্চ কাঠামান্ডু ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তে আহত ১০ বাংলাদেশির মধ্যে যে সাতজনকে দেশে আনা হয়েছিল, তাদের মধ্যে শাহীনের অবস্থাই গুরুতর ছিল।