
সিরিজে ব্যাট হাতে ভালো সময় যাচ্ছিল না লিটন দাসের। আজ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন তিনি। এছাড়া সিরিজজুড়ে দ্যুতি ছড়ানো নাজমুল হোসেন শান্ত আজও ৪৭ রানে অপরাজিত ছিলেন। এই দুজনের ব্যাটে চড়ে ইংল্যান্ডকে ১৫৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
জস বাটলারের দলের লজ্জার হার এড়াতে হলে রানের লক্ষ্য পাড়ি দিতে হবে। অপরদিকে বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করে ইতিহাসের হাতছানি বাংলাদেশের সামনে।