চট্টগ্রামে ওয়ানডে সিরিজে হারের পর আজ সিলেটে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর মিশনে মাঠে নামে বাংলাদেশ দল। রুদ্ধশাস লড়াইয়ে আফগানদের উড়িয়ে দিল টিম টাইগারস। শেষ বলে বাউন্ডারি করে বাংলাদেশকে জয় ছিনিয়ে এনে দিয়েছে শরিফুল ইসলাম।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আগে ব্যাটিং করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারী শিবির। কিন্তু অভিজ্ঞ মোহাম্মদ নবীর অর্ধশতক ও ওমরজাইয়ের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।
আরও খবর পড়ুন : বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রান গেল মা- ছেলের
১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে টাইগাররা। তবে পঞ্চম উইকেট জুটিতে তাওহীদ হৃদয় ও শামিম হোসেনের ৭৩ রানের বিধ্বংসী জুটিতে ১ বল হাতে রেখেই ৩ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ।
বাংলাদেশি বোলারদের সবাই উইকেট পেয়েছেন। শেষের দিকে মার খেলেও তুলনামূলক মিতব্যয়ী ছিলেন সাকিব আর তাসকিন। সাকিব ২৭ রানে ২টি আর তাসকিন ২৯ রানে নেন একটি উইকেট। আর একটি করে উইকেট নিয়েছেন নাসুম, শরিফুল, মোস্তাফিজ আর মিরাজও। এর মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন শরিফুল। ৩ ওভারে ৩০ রান দেন তিনি। মোস্তাফিজ ৪ ওভারে খরচ করেন ৩১ রান।
আরও খবর পড়ুন : মেয়ে হারানোর ৬ মাসে তদন্তকর্মকর্তা বদল ৩ জন