সিলেট প্রতিনিধি : দ্বিতীয় দফায় শপথ নেওয়ার পর প্রথমবারের মতো রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একদিনের সফরে সিলেট আসছেন বৃহস্পতিবার। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন এবং স্নাতক, এমএস ও পিএইচডি ডিগ্রিধারীদের সনদ প্রদান করার কথা রয়েছ। ওই দিন বেলা ২টায় রাষ্ট্রপতি সিলেট পৌছে হযরত শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজার জিয়ারত শেষে সিকৃবির সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, রাষ্ট্রপতি সিলেটে পৌঁছে দুই মাজার জিয়ারত শেষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সিকৃবির রেজিস্টার বদরুল ইসলাম শোয়েব বলেন, সিকৃবির প্রথম সমাবর্তনের সকল প্রস্তুতি শেষ। এখন অপেক্ষা সেই কাঙ্খিত দিনের অপেক্ষা।
এদিকে, রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে সিলেটে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব। তিনি বলেন, সিলেট নগরীর সব প্রবেশদ্বারসহ ১৮টি স্পটে তল্লাশি কার্যক্রম শুরু করেছে এসএমপি পুলিশ। এছাড়া ওই দিন কিছু সড়কে যানবাহন ও জনসাধারণের চলাচল সীমিত করে আনা হবে।