আর্ন্তজাতিক ডেক্স : একাত্তর জন আরোহী সহ একটি রুশ বিমান মস্কোর একটি বিমান বন্দর থেকে ওড়ার কিছু পরেই বিধ্বস্ত হয়েছে। বিমানটি মস্কো থেকে কাজাখস্তান সীমান্ত বর্তী রুশ শহর ওরস্কে যাচ্ছিল । আরোহীরা কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। সারাটভ এয়ারলাইন্সের বিমানটি মস্কোর দমোদোভো বিমানবন্দর থেকে ওড়ার পর পরই বিমানটি বিধ্বস্ত হয়।
রবিবার রাত ৯টার দিকে বিবিসি বাংলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, মস্কোর দক্ষিণ-পূর্বদিকের এলাকা আরগুনোভো থেকে তারা জ্বলন্ত বিমানটিকে মাটিতে পড়তে দেখেছেন। জরুরি সেবা প্রদানকারীরা মস্কোর দক্ষিণ পূর্বে বরফ-ঢাকা মাঠের মধ্যে বিমানটি ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখেন।
একটি ফ্লাইট ট্র্যাকিং সাইটে দাবি করা হচ্ছে, বিধ্বস্ত হওয়ার আগে এটি প্রতি মিনিটে এক হাজার মিটার গতিতে নিচে নামছিল। রুশ প্রেসিডেন্ট পুতিন এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন। সাম্প্রতিক বছরগুলিতে রাশিয়ার বিমান সংস্থাগুলোর বিমান আরও দুটি দুর্ঘটনার শিকার হয়েছে। ২০১৬ সালের ডিসেম্বরে কৃষ্ণসাগরে একটি বিমান বিধ্বস্ত হয়ে ৯২ জন মারা যান। ২০১৫ সালের অক্টোবরে মিশরের সাইনাই এলাকায় বিধ্বস্ত হয় আরেকটি বিমান, যাতে মারা যায় ২২৪ জন। তবে সেই ঘটনায় ইসলামিক স্টেট বোমা পেতে রেখে মাঝ আাকাশে এটি উড়িয়ে দিয়ে ছিল বলে দাবি করেছিল।