মহামারি করোনায় রাজশাহী ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত চব্বিশ ঘন্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ১৩ জন। আমাদের রাজশাহী ও ময়মনসিংহ প্রতিনিধির পাঠানো তথ্য নিয়ে একটি ডেস্ক রিপোর্ট।
রাজশাহী : শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে তাদের প্রাণহানি ঘটে। সর্বশেষ মৃতদের মধ্যে করোনা শনাক্তের পর ৮ জন এবং উপসর্গে আরো ৪ জন মারা গেছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর ৫ জন বাসিন্দা, নাটোরের ২ জন, নওগাঁর ২ জন, পাবনার ২ জন এবং চাঁপাইনবাবগঞ্জের একজন বাসিন্দার মৃত্যু হয়।
হাসপাতালের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৬ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছে ২৪০ জন।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন করোনা শনাক্ত হয়ে এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রোববার সকালে ১৩ জনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৩ জনের সবাই ময়মনসিংহের। এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে ময়মনসিংহের ৭ জন, নেত্রকোনার ২ জন ও টাঙ্গাইলের একজন।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ২৩৬ জন। এর মধ্যে ১৯ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।