
স্টাফ রিপোর্টার: রংপুরের বিশেষ জজ আদালতের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনার নিখোঁজ ।
শুক্রবার(৩০মার্চ) সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানান তার ছোটভাই সুশান্ত ভৌমিক সুবল।
তিনি জানান, শুক্রবার সকাল ৬টার দিকে বাবু সোনা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। কোথায় গিয়েছেন সে বিষয়ে কাউকে কিছু বলে যাননি। তাকে খুঁজে না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে উঠেছেন পরিবারের লোকজন।
এ ঘটনায় রংপুর কোতয়ালী থানা পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশ সম্ভাব্য সব জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা রংপুরে চাঞ্চল্যকর জাপানি নাগরিক কুনিও হোশি ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার সরকারি কৌঁসুলি ছিলেন।