রংপুর প্রতিনিধি : রংপুরের দমদমা এলাকার ইসলামপুর আদর্শপাড়ায় আজ রোববার সকালে গাছের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনা স্থলে দুইজন নিহত ও ৬ জন আহত হয়েছেন। আহতদের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পীরগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোয়াজ্জেম হোসেন “দশের খবর”কে জানান, আদর্শপাড়া এলাকায় যাত্রীবাসী বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় দুইজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। তাদের মরদেহগুলো ফাঁড়িতে আছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।