যুদ্ধ বিরতির সমঝোতার পরেও সিরিয়ায় হামলা কেন

আর্ন্তজাতিক ডেক্স : শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হওয়ার মাত্র কয়েক ঘন্টা পরেও বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলে সেনা আক্রমণ চালিয়েছে সিরিয়ায়।

সোমবার বিবিসি বাংলা জানায়, রাজধানী দামাস্কের পার্শ্ববর্তী পূর্ব ঘন্টায় গত এক সপ্তাহে সিরিয়ায় সরকারী বাহিনীর বোমা হামলায় ৫০০ র বেশী মানুষ মারা গেছে।

যুদ্ধবিধ্বস্ত এলাকায় ত্রাণ ও চিকিৎসাসেবা পৌঁছানোর লক্ষ্যে ৩০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রোববার যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সম্মান জানাতে সিরিয়ার ওপর চাপ প্রয়োগ করতে রাশিয়াকে অনুরোধ করেছে ফ্রান্স ও জার্মানি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোন-আলাপে জাতিসংঘের সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করার অনুরোধ করেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল এবং ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। তবে যুদ্ধবিরতির সমেঝাতা অনুযায়ী, ইসলামী জঙ্গী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে পারবে সিরিয়ার ওপর সেনাবাহিনী।

শর্টলিংকঃ