গাইবান্ধার গোবিন্দঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হলো মহান বিজয় দিবস। এ উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর সকাল ৮ টায় স্থানীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর মুরালে পুস্পস্তবক অর্পন, কাটাখালী গণকবর জিয়ারত, জাতীয় পতাকা উত্তোলণ, মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর জীবনের উপর ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, আব্দুল প্রধান, উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণ, পৌরসভার মেয়র আতাউর রহমান সরকার, সহকারী (ভূমি) কমিশনার নাজির হোসেন, থানার অফিসার ইনচাজ (ওসির্) একেএম মেহেদী হাসান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।অনুরুপ ভাবে দেশব্যাপী মহান বিজয় দিবস পালিত হয়েছে।