মেয়াদীত্তীর্ণ গ্যাস সিলিন্ডার থেকে সাবধান

ছবি : সংগৃহীত

আমরা নিরাপদ মনে করে রান্নাসহ বিভিন্ন কাজের সুবিধার্থে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকি। কিন্তু প্রায়ই শোনা যাচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা। এতে  মৃত্যুর ঝুকি বাড়ছে। কেনো কিভাবে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটছে। তা খতিয়ে দেখা দরকার। বিভিন্ন গণমাধ্যমের  তথ্যানুযায়ী, বিস্ফোরিত গ্যাস সিলিন্ডারগুলো মেয়াদীত্তীর্ণ।  গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের নিউ ভাগ্য কুঠির জুয়েলার্সের দ্বিতীয় তলায় স্বর্ণ শ্রমিকদের একটি কারখানা আছে। এই কারখানায় ১৬জন শ্রমিক কাজ করেন ।

গত বুধবার কারখানাটিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজন শ্রমিক দগ্ধ হন। এ প্রসঙ্গে-স্থানীয় সিভিল ফায়ার সার্ভিস ইউনিটের কর্মকর্তারা বলেছেন, ওই গ্যাস সিলিন্ডারটি ছিল মেয়াদীত্তীর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়, মেয়াদীত্তীর্ণ গ্যাস ভর্তি সিলিন্ডার ঘরে রাখা মানে টাইম বোমা সেট করে রাখা একই কথা। তবে গ্যাস সিলিন্ডারের expire date দেখতে একটু জটিলতা রয়েছে। তাহলে এখন কিভাবে গ্যাস সিলিন্ডারের expire date দেখবেন।

সামাজকি যোগাযোগ মাধ্যমে তথ্য অনুযায়ী expire date  দেখার পদ্ধতি তুলে ধরা হলো:

গ্যাস সিলিন্ডারের ফটোতে করা কালো রং এর লেখাটাই expire date  ।তবে এখানে A, B, C, D সংকেত দিয়ে বোঝানো হয়েছে। যার পূর্ণরুপ নিম্নে উল্লেখ করা হলো :

A= বছরের প্রথম ৩ মাস অর্থাৎ জানুয়ারী, ফেব্রুয়ারী, মার্চ।

B= তার পরের ৩ মাস অর্থাৎ এপ্রিল, মে, জুন।

C=জুলাই, আগস্ট, সেপ্টেম্বর।

D =অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর।

এরপর বছরের শেষ দুই সংখ্যার ডিজিট থাকে|অর্থাৎ  C13 (2013  ইং ) আর যদি  C18 থাকে তাহলে বুঝতে হবে  expire date 2018 ইং। সব মিলে এই হলো expire date.

বিপদ থেকে বাঁচতে আমাদের উচিত expire date দেখে গ্যাস সিলিন্ডার ক্রয় করা।

 

 

শর্টলিংকঃ