মেডিকেল টেকনোলজিষ্টদের লাগাতার কর্মবিরতি বনাম চিকিৎসা ব্যবস্থা

এস. এম. সুমন  :  সুস্বাস্থ্যই সকল সুখের মূল। তাই সুস্বাস্থ্য রক্ষার্থে সুচিকিৎসা পাওয়া জনগণের মৌলিক অধিকার। আর সঠিক রোগ নিরুপণের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার প্রদানের নেপথ্যে যারা সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেন তেমনি একটি মহৎ জাতির মহান পেশা মেডিকেল টেকনোলজিষ্ট অর্থ্যাৎ চিকিৎসা প্রযুক্তিবিদ। জনগণের সুচিকিৎসা পাওয়ার মতোই মেডিকেল টেকনোলজি শিক্ষা এবং পেশার মানোন্নয়ন প্রাপ্তি একটি নৈতিক, মানবিক ও মৌলিক অধিকার।

আপনারা সকলেই অবগত আছেন, মেডিকেল টেকনোলজিষ্টদের মৌলিক অধিকার ছিনিয়ে আনার লক্ষ্যে জাতির জনকের আদর্শে গড়া বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ কার্যকরী কর্মসূচি ঘোষণা করেছে যা বিভিন্ন দৈনিক পত্রিকায় ও টেলিভিশন চ্যানেলে বিশেষ গুরুত্বের সাথে প্রচারিত হয়েছে।

ঘোষিত কর্মসূচিটি হলো আগামী ৩১ মার্চের মধ্যে মেডিকেল টেকনোলজিষ্টদের তিন দফা দাবির বাস্তবায়ন না হলে ১লা এপ্রিল থেকে সকল সরকারী, অাধা-সরকারী, স্বায়ত্ত্বশাসিত, আধা-স্বায়ত্ত্বশাসিত ও প্রাইভেট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলিতে লাগাতার কর্মবিরতি পালন করা হবে।

লাগাতার অবরোধ, হরতাল যেমন একটি দেশের স্বাভাবিক কর্মকান্ড ও উন্নয়নকে বাধাগ্রস্থ করে তোলে তেমনি স্বাস্থ্য ব্যবস্থায় মেডিকেল টেকনোলজিস্টদের লাগাতার কর্মবিরতি পুরো চিকিৎসা ব্যবস্থাকে অচল করে তুলবে। সুচিকিৎসার অভাবে হাসপাতালে রোগীদের দুর্ভোগ ক্রমশ বেড়ে যাবে। রোগীদের চরম ভোগান্তি পত্রিকার নিয়মিত সংবাদে পরিণত হবে। স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে মেডিকেল টেকনোলজিস্টদের পূর্ণাঙ্গ অনুপস্থিতি শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি করবে। সর্বোপরি স্বাস্থ্য ব্যবস্থা বিকলাঙ্গ হয়ে পড়বে।

চিকিৎসা ব্যবস্থায় এহেন অনভিপ্রেত পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য ব্যবস্থার নীতি নির্ধারকদের চরম বিপাকে পড়তে হবে। আবারো বায়বীয় মিথ্যা আশ্বাসে কোমলমতি ও অহিংস মেডিকেল টেকনোলজিস্ট জাতিকে নিঃস্তব্ধ করার দৌড়ঝাঁপ শুরু করবে, তাৎক্ষণিক পদক্ষেপের অংশ হিসেবে টেকনোলজিস্ট নেতাদেের নিয়ে গোলটেবিল বৈঠকের মুখোমুখি হবে, অতঃপর কিছু সিদ্ধান্ত গৃহীত হবে যা অদৃশ্য শক্তির প্রভাবে বাস্তবায়নের পথে যুগ যুগ ধরে অকার্যকর অবস্থায় পড়ে থাকবে। এসব কমন দৃশ্য আমরা বরাবরই দেখে অভ্যস্থ ও অতিষ্ঠ। তাই মৌলিক অধিকার আদায়ের পূর্বের আন্দোলনের পুরনো দৃশ্যগুলো থেকে আমাদের উপযুক্ত শিক্ষা নেয়া উচিত।

আমরা অামাদের পুরনো আন্দোলন ও উদ্যোগের কার্যকরী সংস্কার দেখতে চাই। ব্যর্থ পরিণতির যাতাকঁলে পিষ্ট হতে চাই না। মূমুর্ষূ মেডিকেল টেকনোলজিষ্ট জাতির কল্যাণমূলক ও যৌক্তিক দাবীগুলো অর্জনের মাধ্যমে মূমুর্ষূ রোগীর তাৎক্ষণিক সেবায় আত্মনিয়োগ করতে চাই।

মিথ্যা আশ্বাসে নয়, কার্যকরী সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে অতিদ্রুত দাবীগুলোর দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চাই। তাই মেডিকেল টেকনোলজিস্টদের দৃঢ় ঐক্য গঠনপূর্বক বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে স্থগিতকৃত নিয়োগ চালুসহ তিন দফা দাবী অাদায়ে সর্বোচ্চ তৎপরতা গ্রহণ করতে হবে। নিছক কোন আশ্বাসে গাঁ ভাসিয়ে দিয়ে পিছু হটা চলবে না। সময় সংকীর্ণ, দাবীগুলো পূরণের মাধ্যমে নির্জীব টেকনোলজিষ্ট জাতির চরম ক্ষুধাবৃত্তি দূর করতে হবে। Verbal Assurance কে follow না করে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে নিয়মিত Rapid Documentary Action বেগবানের মাধ্যমে আগামী ৩-৪ মাসের মধ্যে প্রচুর জনবল চাহিদাকরতঃ নিয়োগ সার্কুলার প্রকাশের মাধ্যমে মেডিকেল টেকনোলজিস্ট জাতির প্রায় এক যুগের দৈন্য দুর্দশার অবসান ঘটাতে হবে। হতাশা নয় হাস্ব্যোজ্জ্বল মুখ নিয়ে সুস্থ্য সেবার মাধ্যমে রোগীদের মুখে হাসি ফোটাতে চাই। জনগণের সেবায় পূর্ণাঙ্গভাবে আত্মনিয়োগ করতে চাই। পরিশেষে সকল বিজয় প্রত্যাশী মেডিকেল টেকনোলজিষ্ট ভাই- বোনদের জন্য রইল আন্তরিক শুভ কামনা।

লেখক-সম্পাদক,  কার্ডিয়াক প্লাস, মেডিকেল টেকনোলজি সিরিজ।

শর্টলিংকঃ